ঢাকা, ০৮ অক্টোবর বুধবার, ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২
good-food
২০৩

শেয়ারবাজারে টানা দরপতন 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৩৫ ২৭ সেপ্টেম্বর ২০২২  

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও পতন হয়েছে শেয়ারবাজারে। এ নিয়ে টানা তিন কার্যদিবস পতন হয়েছে পুঁজিবাজারে। ফলে প্রায় শতাধিক কোম্পানি ফ্লোর প্রাইসে চলে এসেছে। মঙ্গলবার ডিএসইতে ১০০ কোম্পানির ক্রেতা ছিল না। এর মধ্যে বহুজাতিক কোম্পানির শেয়ার আছে কয়েকটি। 

 

এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৯.০৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.৪২ এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪১৩.২৪ পয়েন্টে এবং ২ হাজার ৩১৬.৪১ পয়েন্টে।

 

ডিএসইতে ১ হাজার ৪৯০ কোটি ০৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার।